
অবিশ্বাস্য অপ্রতিম পারফরম্যান্স গুজরাট টাইটান্সের। চলতি আইপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে সংযুক্তিকরণ ঘটেছিল গুজরাটের। আর আইপিএলের চলতি আসরেই হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলটি সবাইকে অবাক করে প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করলো। দশ দলে আয়োজিত আইপিএলের মেগা আসরে গতকাল শক্তিশালী রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কে পরাস্ত করে আইপিএলের প্লে অফ নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। চলতি আইপিএলে এখনো পর্যন্ত নয়টি ম্যাচ খেলেছে গুজরাট টাইটান্স। যার মধ্যে আটটি ম্যাচে জয় নিশ্চিত করে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে।
চলতি আইপিএলে ইতিমধ্যে প্লে অফের লড়াই থেকে প্রথম দল হিসেবে ছিটকে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংস আর একটি ম্যাচে পরাজিত হলেই চলতি আইপিএলে গ্রুপ পর্যায়ে নিজেদের যাত্রা সমাপ্তি করবে। এছাড়া কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যে প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেছে। গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাটের বিরুদ্ধে পরাজিত হওয়ার পর প্লে-অফের লড়াইটা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের জন্য। এই নিয়ে টানা তিন ম্যাচে পরাজিত হয়ে নেট রান রেটে যথেষ্ট পিছিয়ে পড়েছে ব্যাঙ্গালোর। পয়েন্টস টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করলেও আসন্ন চারটি ম্যাচে জয় নিশ্চিত করলে তবেই প্লে-অফে পৌঁছাবে ব্যাঙ্গালোর।
গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ব্যাঙ্গালোরের অধিনায়ক ডুপ্লেসিস। বিরাট কোহলি এবং রজত পাটিদারের লম্বা ইনিংসের উপর নির্ভর করে ১৭০ রান সংগ্রহ করতে সক্ষম হয় ব্যাঙ্গালোর। ১৭১ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে রাহুল তেওয়াটিয়া এবং ডেভিড মিলারের বিধ্বংসী ইনিংসের ওপর ভর করে ৬ উইকেট হাতে রেখে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় গুজরাট টাইটান্স। চলতি আইপিএলে সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে একমাত্র ম্যাচেই হেরেছিল গুজরাট টাইটান্স। তবে এতকিছুর মধ্যেও বিরাট কোহলির ব্যাটে অর্ধশত রানের ইনিংস রীতিমতো ক্রিকেটপ্রেমীদের দুশ্চিন্তার সমাপ্তি ঘটিয়েছে।
